বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে।
সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ চাঁদ দেখার খবর জানিয়ে সাংবাদিকদের বলেন, মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে।
সোমবার রমজানের চাঁদ দেখা যাওয়ায় শাবান মাস ২৯ দিনে শেষ হল।
মঙ্গলবার রোজা শুরু হবে বলে সোমবার রাতে তারাবিহর নামাজ পড়ার পর ভোররাতে সেহরি খাবেন বাংলাদেশের মুসলমানরা। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে সোমবার থেকেই রমজান মাস শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবে বাংলাদেশের এক দিন আগে রোজা ও ঈদ হয়ে থাকে।
বাংলাদেশের চাঁদ দেখা কমিটি সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে বৈঠকে বসে। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী, তিনি জাতীয় চাঁদ দেখা কমিটিরও সভাপতি।
সভা শেষে তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে। ফলে রমজান শুরু হবে মঙ্গলবার থেকে। আগামী ১ জুন শবে কদর পালিত হবে।