মানহানির দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই আদেশ দেন।
গতকাল সোমবার শুনানি শেষে আজ জামিন আদেশের তারিখ দেন আদালত। গত ২৩ মে জামিন শুনানির কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনে আদালত ঈদের পর ১৭ জুন শুনানির তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলাতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে ২০১৪ সালে একটি ও বঙ্গবন্ধুকে কটুক্তির দায়ে খালেদা জিয়ার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক ঢাকার আদালতে দুটি মানহানির মামলা দায়ের করেন।





