সারাদিনই আকাশের মুখ মেঘ-গোমড়া। প্রতীক্ষার বৃষ্টি নেমেছিল সাত-সকালেই। সেই মেঘ-বৃষ্টি সঙ্গী করেই শনিবার নগরবাসী বরণ করে নিলো ‘আষাঢ়ষ্য প্রথম দিবস’।
বাংলা একাডেমি প্রাঙ্গণে উদীচী শিল্পীগোষ্ঠী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজন করে বর্ষা বরণ অনুষ্ঠানের। দুই আয়োজনেই কথন, গান, কবিতা আর নৃত্যের ছন্দে বরণ করে নেওয়া হয় বর্ষা ঋতুকে।
বাংলা একাডেমির নজরুল মঞ্চে ‘বর্ষা উৎসব’ শিরোনামে বর্ষা উৎসবের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদ। ইবাদুল হক সৈকতের সেতারে মেঘমল্লার রাগ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। সেতারের সুরে বিভোর হন উপস্থিত দর্শক-শ্রোতা। অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদ, বহ্নিশিখা, স্বভূমি, ভাওয়াইয়া সংগীত সংগঠন এবং উদীচীর বাড্ডা, কাফরুল, মিরপুর, গেন্ডারিয়া, সাভার শাখা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের শিল্পীরা। যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন উদীচী পরিচালিত শিল্পকলা বিদ্যালয় বিশ্ববীণার বেহালা শিল্পীরা।
একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সেজুঁতি বড়ুয়া, বিজন চন্দ্র মিস্ত্রি, বিমান চন্দ্র বিশ্বাস, নাহিয়ান দুরদানা সুচী, মায়েশা সুলতানা উর্বী, মুনমুন খান, রবিউল হাসান, মারুফ ইসলাম, অনিকেত আচার্য। নৃত্য পরিবেশন করেন স্পন্দন, স্বপ্নবীণা শিল্পকলা বিদ্যালয় ও উদীচী ঢাকার নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানের মাঝামাঝি বর্ষা কথন পাঠ করেন উদীচী ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।
এ সময় বর্ষাকে নিবেদন করে শুভেচ্ছা জ্ঞাপন করেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা, উদীচী ঢাকা মহানগরের সভাপতি নিবাস দে। উপস্থিত ছিলেন বর্ষা উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক তমিজউদ্দিন ও সদস্য সচিব কংকন নাগ। এ সময় জলবায়ু পরিবর্তনের ফলে যৌথ পরিবার, মা, মাটি, মানুষ সবই হারিয়ে যাচ্ছে বলে জানান উপস্থিত কৃষক হেলাল উদ্দিন।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বর্ষা উৎসবের শুরুতে সঙ্গীত সংগঠন সুরবিহারের শিল্পীদের কণ্ঠে গীত হয় রবীন্দ্র সঙ্গীত ‘বাদল বাউল বাজায় বাজায় রে’। সুরতীর্থ পরিবেশন করে রবীন্দ্র সঙ্গীত ‘ধরণীর গগনের মিলনের ছন্দ’, স্বভূমি লেখক শিল্পীকেন্দ্র পরিবেশন করে লোকসঙ্গীত ‘কলকল ছলছল নদী করে টলমল’। বহ্নিশিখা পরিবেশন করে নজরুল সঙ্গীত ‘মেঘেরও ডমরু ঘন বাজে’।
সম্মেলক গীত পরিবেশনের পর বকুলতলার মঞ্চে হয় বর্ষা কথন পর্ব। এ পর্বের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এ ছাড়াও বক্তব্য রাখেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি নিগার চৌধুরী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
দ্বিতীয় পর্বে দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যজন, বাফা, নৃত্যাক্ষ, স্পন্দন। একক সঙ্গীত পর্বে শামা রহমান গেয়ে শোনান রবীন্দ্র সঙ্গীত ‘আবার এসেছে আষাঢ়’, সঞ্জয় কবিরাজ শোনান নজরুল সঙ্গীত ‘রিমঝিম রিমঝিম ঘন দেয়া বরষে’, প্রিয়াংকা গোপ শোনান নজরুল সঙ্গীত ‘শাওন আসিল ফিরে’। আবৃত্তিশিল্পী নায়লা তারান্নুম কাকলী শোনান জয় গোস্বামীর ‘মেঘ বালিকা’, মাসকুর-এ-সাত্তার কল্লোল শোনান নির্মলেন্দু গুণের ‘সদরঘাটে পৌঁছাতেই’ ইত্যাদি কবিতা।