একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপি নেতা রুমিন ফারহানা। ৩৫০ নম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন তিনি।
রোববার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান।
রুমিন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং প্রয়াত ভাষা সংগ্রামী অলি আহাদের মেয়ে।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে রুমিন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
উল্লেখ্য, রুমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
বিএনপি সংসদে তাদের পাঁচ নির্বাচিত সদস্যের বিপরীতে সংরক্ষিত একটি নারী আসন পায়।
জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তাদের মোট সাধারণ আসনের অনুপাতে বণ্টন করা হয়।
রুমিন দলের একক প্রার্থী হিসেবে সংরক্ষিত আসনটিতে নির্বাচনের জন্য গত ২০ মে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। এরপর ২৮ মে তাকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।