সুশাসন ছাড়া দেশের উন্নয়ন ও সমৃদ্ধির সব প্রচেষ্টাই বিফলে যাবে: ইনু

inu-5cdad3687439d-5d29e980d03c4

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, সুশাসন নিশ্চিত করা না গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির সব প্রচেষ্টাই বিফলে চলে যাবে। তাই জঙ্গি দমনের মতই সুশাসন প্রশ্নে সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। দল ও মুখ না দেখে আইনের কঠোর প্রয়োগ সরকারকেই নিশ্চিত করতে হবে। সরকার ও প্রশাসনের কর্তাব্যক্তিদের আইনানুযায়ী নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে।

শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে জাসদ জাতীয় কমিটির সভায় হাসানুল হক ইনু এসব বক্তব্য রাখেন। একমাত্র সুশাসনই পারে দলবাজী, গুণ্ডামী, দুর্নীতি ও লুটপাটের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে।

ইনু বলেন, ক্রবর্ধমান আর্থ-সামাজিক-রাজনৈতিক ও লিঙ্গবৈষম্য সামাজিক অশান্তি ডেকে আনছে। বৈষম্যের অবসানে সুশাসন ও সমাজতন্ত্রের বিকল্প নেই। জাসদ সুশাসন প্রতিষ্ঠাকে নতুন পর্বের রাজনীতির চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।

হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, কেন্দ্রীয় নেতা মীর হোসাইন আখতার, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, রেজাউল করিম তানসেন, আবদুল হাই তালুকদার, সবেদ আলী, নুরুল আখতার, নাদের চৌধুরী, আফজাল হোসেন খান জকি প্রমুখ।

Pin It