সপ্তাহের ব্যবধানে আদা, রসুন ও পেঁয়াজসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে এক সপ্তাহ আগে বেড়ে যাওয়া ডিমের দাম আবার কমে আগের অবস্থায় ফিরেছে।
শুক্রবার মিরপুর বড়বাগ কাঁচাবাজারের মুদি দোকানি মিজানুর রহমান বলেন, বাজেটে চিনি, সয়াবিন তেলসহ যেসব পণ্যের ওপর ভ্যাট বেড়েছে তার প্রভাব এখনও বাজারে পড়েনি। তবে গত সপ্তাহের তুলনায় আমদানি করা রসুন, দেশি পেঁয়াজ ও আদার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।
“গত দুইদিন ধরে চায়না আদা প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এতদিন ১৬০ টাকা ছিল। রসুনের দাম বেড়ে হয়েছে প্রতিকেজি ১৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে প্রতিকেজি ১২০ টাকায়।”
একই ধরনের তথ্য দেন কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা মো. সাগর।
তিনি বলেন, চায়না রসুন তিনদিনের ব্যবধানে ১৩২ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। দেশি রসুন বিক্রি হচ্ছে ৯০ টাকায়।
এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে বলে জানিয়েছেন কারওয়ান বাজারের বিক্রেতারা। এখানে এক পাল্লা (৫ কেজি) পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৫০ টাকা।
সাগর বলেন, আমদানি পণ্যের দাম উঠানামা করে আমদানি খরচ বাড়ার কারণে কিংবা বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে। আর মওসুমের এই সময়টাতে প্রতি বছরই পেঁয়াজের দাম বাড়তে শুরু করে।
এ সপ্তাহে বাজারে ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে গত শুক্রবার ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১১৫১ থেকে ১২০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে তা কমে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া দেশি মুরগির ডিম প্রতি ডজন ১৬০ টাকা এবং হাঁসের ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজেটে পাঁচ শতাংশ হারে ভ্যাট যুক্ত হওয়ার পরও খোলা চিনি ও সয়াবিন তেলের দাম খুব বেশি বাড়েনি বলে দোকানিরা জানিয়েছেন। খোলা চিনি বিক্রি হচ্ছে আগের মতোই প্রতিকেজি ৫২ টাকা আর প্যাকেট চিনি ৬০ টাকায়।
রাজধানীর সুপার শপগুলোতে ইতোমধ্যেই ইসিআর মেশিনে নতুন করে ভ্যাট যুক্ত হয়েছে।
বেশ কয়েকজন সুপারশপ ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা গেছে, সয়াবিন তেলের ওপর পাঁচ শতাংশ ভ্যাট যুক্ত হয়েছে। জামা কাপড়ের ওপর পাঁচ থেকে এখন সাড়ে সাত শতাংশ যোগ হয়েছে।
তবে এই ভ্যাটের প্রভাব মাসখানেক পর থেকে বোঝা যাবে বলে মনে করেন তারা।
বাজারে মাছ, মাংস ও শাক সবজির দাম অপরিবর্তিত রয়েছে।
বড়বাগ কাঁচাবাজারে প্রতিকেজি রুই মাছ ২৪০ টাকা, কাতল ২৮০ থেকে ৩০০, কার্প ২২০, গরুর মাংস ৫৫০ এবং খাসির মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া ভারত থেকে আমদানি করা টমেটো প্রতিকেজি একশ, চায়না থেকে আমদানি করা গাজর ৭০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতিকেজি ঢেঁড়শ ৪০, পটল ৩০, করলা ৫০, বেগুন ৫০, ধুন্দুল ৪০, লতি ৫০, চিচিঙ্গা ও ঝিঙা ৫০ টাকায় বিক্রি হচ্ছে।