বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশের রাজনীতি এখন আর রাজনীতিকদের হাতে নেই। হাতেগোনা কিছু লোকের কাছে রাষ্ট্রক্ষমতা বন্দি হয়ে আছে। জনগণের স্বার্থে ওইসব ক্ষমতালোভীর কবল থেকে দেশকে রক্ষা করতে হবে।
শুক্রবার দুপুরে বরিশালে জেলা ওয়ার্কার্স পার্টির প্রয়াত সদস্য মাহমুদুল আলমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর অশ্বিনী কুমার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
মেনন বলেন, আওয়ামী লীগের নেতারা দলে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় না দেওয়ার কথা বলছেন; কিন্তু বাস্তবের চিত্র ভিন্ন। ক্ষমতা ও অর্থের মোহে দলে অনুপ্রবেশকারীদের ঠেকাতে পারবে না আওয়ামী লীগ। তিনি বলেন, গ্যাসের দাম বাড়িয়ে সরকার সাধারণ মানুষকে মহাদুর্ভোগের মধ্যে ফেলেছে। অর্থনীতির সব খাতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে।
বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট তরুণ চন্দ্র চন্দ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান, ইউনাইটেড কমিউনিস্ট লীগের অধ্যাপক জলিলুর রহমান, জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই মাহবুব, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. কে আজাদ, জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু প্রমুখ।