সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী আর নেই

সাবেক মন্ত্রী এবং রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক লেখক মিজানুর রহমান শেলী আর নেই।

Mizanur-rahman-Sheli-5d519a2fd03cf

সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি—–রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শেলীর ছেলে আরিফ ইবনে মিজান জানান, দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন তার বাবা।

আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেলী বেসরকারি গবেষণা ও প্রকাশনা সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ, বাংলাদেশের (সিডিআরবি) প্রধান ছিলেন।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন সাবেক এই সরকারি কর্মকতা।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, মিজানুর রহমান শেলী কিডনি, হার্ট, লাং ও মস্তিষ্কের সমস্যায় ভুগ‌ছি‌লেন। গত শ‌নিবার তাকে স্কয়ার হাসপাতাল থে‌কে বিএসএমএমইউ‌ আই‌সিইউ‌তে নিয়ে আসা হয়।

এইচ এম এরশাদ সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন মিজানুর রহমান শেলী।

Pin It