মশার প্রজনন কেন্দ্র চিহ্নিত করতে মোবাইল অ্যাপ

dengue_stop-5d581c9fe112f

দেশের যেকোনো স্থানে মশার প্রজনন কেন্দ্র চিহ্নিত করতে ই-ক্যাব, ই-পোস্ট ও বিডি-ই্য়ুথের উদ্যোগে ‘স্টপ ডেঙ্গু’ নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে।

শনিবার রাজধানীর কাকরাইলে জাতীয় স্কাউট ভবনে এক অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ আরও অনেকে।

মেয়র আতিকুল বলেন, ‘মশার প্রজনন কেন্দ্র ধ্বংসে ‘স্টপ ডেঙ্গু’ মোবাইল অ্যাপটি সিটি করপোরেশনকে সহায়ত করবে।’

আগামী সোমবারের মধ্যে এডিস মশার প্রজনন ক্ষেত্র সন্ধানের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডকে ১০টি এলাকায় ভাগ করে ডিএনসিসি জুড়ে একটি সমন্বিত অভিযান শুরু করা হবে বলেও জানান মেয়র।

তিনি বলেন, ‘এডিশ মশার লার্ভা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

Pin It