আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি আসবে না: গয়েশ্বর

goyessor-5d4d5c81cb1a4

রাজপথের আন্দোলন ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আসবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

অপরাজেয় বাংলাদেশেরর উদ্যোগে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘ডেঙ্গুর ভয়াবহতা: জনআতঙ্ক ও সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মানবন্ধন-কালো পতাকা কর্মসূচি পালন করে কোনো রাজনৈতিক নেতার মুক্তি হয় না। কোনো ব্যাভিচারের প্রতিবাদ জানাতে সামাজিক সংগঠনগুলো মানববন্ধন কর্মসূচি পালন করে। কিন্তু রাজনৈতিক দলের প্রতিবাদের ভাষা ওই জায়গায় সীমাবদ্ধ রাখার কোনো কারণ নাই। শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো না।’

তিনি বলেন, ‘বিএনপির মতো দল আন্দোলন করার যোগ্যতা রাখে। সেই আন্দোলন যতদিন পর্যন্ত না হবে ততদিন এই সরকারের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না। খালেদা জিয়াও মুক্তি পাবেন না। স্ব স্ব অবস্থান থেকে প্রস্তত হোন। নিশ্চয়ই দল আন্দোলনের ডাক দেবে। আর দল যদি ডাক না দেয় তাহলে আমাদের-আপনাদের সবাইকে মাঠে নামতে হবে।’

ক্ষমতাসীন সরকারকে ‘ডেঙ্গু’র সঙ্গে তুলনা করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের সাধারণ মানুষকে ডেঙ্গুবাহী এডিস মশা কামড়াচ্ছে। আর ডেঙ্গু নামক ভয়াবহ সরকার খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে প্রতিদিন দংশন করছে, নির্যাতন করছে। দেশের আইন, শাসনব্যবস্থা, বিচারব্যবস্থা সম্পূর্ণ এই সরকারের হাতে। এই ডেঙ্গুবাহী সরকারের হাত থেকে খালেদা জিয়াকে রক্ষা করতে হলে আন্দোলনের বিকল্প নাই। তাকে মুক্ত করতে হবে।’

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনিবার্য। সেটাকে যদি নিশ্চিত করতে চাই তাহলে আজ হোক কাল হোক সরকার পতন ছাড়া অন্য কোনো বিকল্প নাই।’

আয়োজক সংগঠনের সভাপতি ভিপি ইব্র্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা ফরিদা মনি শহীদুল্লাহ, আবদুস সালাম আজাদ, ফরিদউদ্দিন, কাজী মনিরুজ্জামান মুনির প্রমুখ বক্তব্য দেন।

Pin It