গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে পুলিশের সুবেদারসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
শুক্রবার রাত ২ টার দিকে ঢাকা-খুলানা মহাসড়কে গোপালগঞ্জের সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত সুবেদার আব্দুর রশিদ (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রাজলক্ষ্মী গ্রামের নারায়ন হাওলাদারের ছেলে বিজন হাওলাদার (২৩), একই উপজেলার পাতিলাখালী গ্রামের নূর ইসলামের ছেলে রাসেল (২২) ও ছোট আমতলী গ্রামের দশরত মন্ডলের ছেলে কমল মন্ডল (২৪)।
ভাঙ্গা হাইাওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে সমকালকে জানান, চাকা পাংচার হয়ে রড বোঝাই একটি ট্রাক সোনাশুরে হাইওয়ের পাশে দাঁড়িয়ে ছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী একটি বাস ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয় দেয়। এতে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী নিহত হয় এবং কমপক্ষে ১৬ জন আহত হয়। আহতদের মধ্যে সুবেদার আব্দুর রশিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া পুলিশের সহায়তায় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ১৫ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপতালে ভর্তি করেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।