বাংলাদেশের সামনে ৩৯৮ রানের বিশাল লক্ষ্য

shakib-samakal-5d7499e7dd088

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১৩৭ রানের বড় লিড পায় আফগানিস্তান। তাদের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশ অধিনায়ক সাকিব এহসানউল্লাহ ও রহমত শাহকে তুলে নেন। সেই ধাক্কা সামলে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান তোলে। চতুর্থ দিন বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হয়। পরে ব্যাট করে ২৬০ রানে অলআউট হয় আফগানরা। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩৯৮ রানের বিশাল লক্ষ্য পেয়েছে।

আফসার জাজাই ৪৮ রানে অপরাজিত থাকেন। ওপেনার ইব্রাহিম জাদরান ৮৭ রানে আউট হয়েছেন। আসগার আফগান ৫০ করে ফেরেন। আগের ম্যাচে সেঞ্চুরি করা রহমত শাহ গোল্ডেন ডাক মেরে মারেন। এহসানউল্লাহ করেন ৪ রান। পরে হাসমতউল্লাহ নাঈমের বলে ১২ রানে ক্যাচ দেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ উইকেটে আড়াই রান চেজ করাই বড্ড কঠিন। সেখানে আফগানরা যে রান তুলেছে তাতে ম্যাচ  আফগানদের পক্ষে চলে গেছে বলাই যায়।

এর আগে প্রথম ইনিংসে আফগানিস্তান ৩৪২ রানের বড় সংগ্রহ পায়। দলের হয়ে সেঞ্চুরি করেন রহমত শাহ। তিনি খেলেন ১০২ রানের ইনিংস। আসগর আফগান খেলেন ৯২ রানের ইনিংস। এছাড়া রশিদ খান ফিফটি করে। জবাবে প্রথম ইনিংসে ২০৫ রানে থামে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে বড় লিড পেয়ে যায় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ৪৮ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। সঙ্গীর অভাবে ফিফটি করতে পারেননি আগের দিন ৪৪ রানে অপরাজিত থাকা মোসাদ্দেক। তাইজুল ১৪ রানেই ফেরেন। নাঈম আউট হন ৭ রানে। আগের দিন ১৯৪ রানে শেষ করা বাংলাদেশ তাই বেশি আর এগুতো পারেনি। প্রথম ইনিংসে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন মুমিনুল হক। এছাড়া লিটন দাস ৩৩ রান করেন।

প্রথম ইনিংসে আফগানিস্তানের হয়ে পাঁচ উইকেট নেন রশিদ খান। তিন উইকেট নেন মোহাম্মদ নবি। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে চার উইকেট নেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও নাঈম হাসান। দ্বিতীয় ইনিংসে সাকিব তিন উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান ও মেহেদি মিরাজ।

Pin It