হুইপ ও তার ছেলের বিরুদ্ধে স্ট্যাটাস, যুবলীগ নেতা গ্রেফতার

Untitled-1-5da0aa2a28bea

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম শারুনের বিরুদ্ধে আপত্তিজনক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন পটিয়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন।

তিনি পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত এনামুল হকের ছেলে।

শুক্রবার পটিয়া থানা পুলিশ ৪নং ওয়ার্ডের মাঝেরঘাটা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পটিয়া থানায় আইসিটি আইনে মামলা করেন পটিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ তানভীর।

জানা গেছে, সম্প্রতি জমির উদ্দিন তার ফেসবুক আইডি থেকে হুইপ ও তার ছেলের বিরুদ্ধে আপত্তিকর লেখা প্রচার করে। বিষয়টি নিয়ে মোবাইল ফোনে আবু সাঈদ তানভীর জানতে চাইলে জমির তাকে হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে তানভীর তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছেন। পটিয়া থানার এসআই মামুনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে জমিরকে গ্রেফতার করে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, একাধিক মামলার আসামি জমিরকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট চারটি মামলা মিলেছে।

Pin It