ভারত-পাকিস্তান যুদ্ধ বাধলে মারা যাবে সাড়ে ১২ কোটি !

image-93989-1570116840

ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ বাধলে কয়েকদিনের মধ্যেই মারা যেতে পারে পৃথিবীর অন্তত সাড়ে ১২ কোটি মানুষ। সাম্প্রতিক একটি নতুন গবেষণায় উদ্বেগজনক এই তথ্য উঠে এসেছে। দ্য সায়েন্স আডভান্সেস নামক একটি বিজ্ঞানভিত্তিক জার্নাল বুধবার এই গবেষণার বিস্তারিত প্রকাশ করে। গবেষণাটির মূল উদ্দেশ্য ছিল, কাশ্মীর ইস্যুকে ঘিরে পারমানবিক শক্তিধর দুই দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তার ফল কী হতে পারে সে সম্পর্কে বিশ্বকে সচেতন করা।

গবেষণার ফলাফলে বলা হয়, ভারত ও পাকিস্তান উভয়েই যেহেতু পারমাণবিক শক্তিধর দেশ, তাই তাদের মধ্যে যুদ্ধ হলে তা পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। আর এমন ঘটলে ২য় বিশ্বযুদ্ধের তুলনায় কয়েকগুণ বেশি মানুষ মারা যাবে। কম্পিউটার সিম্যুলেশনের সাহায্য নিয়ে গবেষকরা দেখিয়েছেন, উভয় দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে মাত্র কয়েকদিনের ব্যবধানেই প্রাণ হারাবেন অন্তত সাড়ে ১২ কোটি (১২৫ মিলিয়ন) মানুষ।

গবেষণাটির প্রধান ব্রায়ান টুন জানান, ‘এটা এমন একটা যুদ্ধ হবে, যা বিশ্ববাসী আগে কখনও দেখেনি। আশা করছি, ভারত ও পাকিস্তান গবেষণাপত্রটির দিকে খেয়াল করবেন।’

গবেষণায় দেখা যায়, যুদ্ধকালে প্রতিটি পারমানবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে অন্তত ৭ লাখ করে মানুষ মারা যাবে। কম্পিউটার সিম্যুলেশন আরও দেখায়, পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরিত হবার পর অজস্র ধূলিকণা, কালি ও মিসাইলের ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। ফলে যুদ্ধ শেষ হবার পরও পৃথিবীজুড়ে একটি ‘নিউক্লিয়ার শীত’ নেমে আসবে। পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমতে থাকবে, শস্যক্ষেত্রগুলো শুকিয়ে যাবে এবং পুরো পৃথিবীজুড়ে দীর্ঘমেয়াদী দুর্ভিক্ষ দেখা দিবে। গবেষণার সহ-সম্পাদক এ্যালান রবোক বলেন, ‘এমন ধরনের যুদ্ধ কেবল ভারত উপমহাদেশের জন্যই হুমকি নয়, বরং পুরো পৃথিবীর জন্যই ধ্বংসাত্মক প্রমাণিত হবে।’

Pin It