আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে সভাপতি পদে নবমবারের মতো নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশন পর্বে সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়।
নতুন কমিটির ৪২ নেতা : সভাপতি শেখ হাসিনা, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, শাজাহান খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, আইন সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হীরু, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, মহিলা সম্পাদক মেহের আফরোজ চুমকি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন ও মির্জা আজম।
সংসদীয় বোর্ড : ১১ সদস্যের সংসদীয় বোর্ডের ৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। নতুন বোর্ডে রয়েছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ওবায়দুল কাদের ও রশিদুল আলম। কার্যনির্বাহী সংসদের প্রথম সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ বোর্ডে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন। অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান ও রমেশ চন্দ্র সেনকে নতুন বোর্ডে এখন পর্যন্ত রাখা হয়নি।
স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড : ১৯ সদস্যের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড থেকে বাদ পড়েছেন অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এই উপদেষ্টা শারীরিকভাবে অসুস্থ। স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের ১৭ সদস্য হচ্ছেন- শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, মোহাম্মদ নাসিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, রশিদুল আলম, মাহবুবউল-আলম হানিফ, ডা. দীপু মনি ও ড. আবদুস সোবহান গোলাপ। মনোনয়ন বোর্ডের সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের জায়গায় কাউকে নেওয়া হয়নি।
উপদেষ্টা পরিষদে ৪৩ জন : বিদায়ী কমিটির উপদেষ্টা পরিষদের সবাই নতুন কমিটিতেও রয়েছেন। তারা হলেন- ডা. এস এ মালেক, আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট রহমত আলী, এইচ টি ইমাম, ড. মসিউর রহমান, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, রাজিউদ্দিন আহমেদ রাজু, ড. মহীউদ্দীন খান আলমগীর, ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট সৈয়দ আবু নসর, সতীশ চন্দ্র রায়, অধ্যাপক আবদুল খালেক, ডা. রুহুল হক, কাজী আকরাম উদ্দিন আহমদ, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, অধ্যাপক ড. হামিদা বানু, অধ্যাপক হোসেন মনসুর, অধ্যাপক সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি, মোহাম্মদ জমির, গোলাম মওলা নকশাবন্দী, ড. মীর্জা এম এ জলিল, ড. প্রণব কুমার বড়ূয়া, মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, অধ্যাপক সাইদুর রহমান খান, ড. গওহর রিজভী, অধ্যাপক খন্দকার বজলুল হক, রশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, হাজি মকবুল হোসেন, চৌধুরী খালেকুজ্জামান, সালমান এফ রহমান, মোজাফফর হোসেন পল্টু, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, মুকুল বোস, ড. ইনাম আহমেদ চৌধুরী, আতাউর রহমান ও জয়নাল হাজারী।