পশ্চিমবঙ্গে পচা পেঁয়াজ পাঠিয়েছে কেন্দ্র, অভিযোগ মমতার

mamata-5dec97b4e145b

ভারতের পশ্চিমবঙ্গে প্রতি কেজি পেঁয়াজের দাম দেড়শ ছুঁয়েছে। এ নিয়ে তুলকালাম কাণ্ড চলছে সেখানে।

এরই মধ্যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে পচা পেঁয়াজ পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার মমতা অভিযোগ করেন, কেন্দ্র পেঁয়াজের পর্যাপ্ত জোগান দিচ্ছে না। আবার যেটাও দিচ্ছে তা পচা।

দলীয় কর্মীদের এই ইস্যুতে রাস্তায় নামতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। খবর এনডিটিভির।

একটি অনুষ্ঠানে মমতা বলেন, মূল্যবৃদ্ধি এমন একটি বিষয় যা কেন্দ্রীয় সরকারের ওপরই নির্ভর করে। কয়েক মাস আগে কেন্দ্র আমাদের কতটা পরিমাণে পেঁয়াজ প্রয়োজন তা জানাতে বলেছিল। আমরা ২শ’ টন পেঁয়াজ চেয়েছিলাম।

মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্র সরকার রাজ্যকে মাত্র ২০ টন পেঁয়াজ দিয়েছে। এর মধ্যে ১০ টনই পচা পেঁয়াজ।

তিনি আরও বলেন, ২০১১ সালে তার দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তার আগে এই রাজ্যে পেঁয়াজ চাষ হতো না। রাজ্যে পেঁয়াজের চাষ বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে এখন আমরা রাজ্যের কয়েকটি জায়গায় পেঁয়াজ চাষ করছি। আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের সবাইকেই পেঁয়াজের দাম বাড়ানোর বিরুদ্ধে রাস্তায় নামতে বলেছি।

Pin It