আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাকে যেসব দামি ঘড়ি ও পোশাক পরতে দেখা যায়, তা সব উপহার পাওয়া, একটিও নিজের কেনা নয়। উৎকোচ নেওয়ার অভিযোগ নাকচ করে তিনি বলেন, ‘বুকে হাত দিয়ে বলতে পারি, কখনও কোনো ঠিকাদারের সঙ্গে বৈঠক করিনি।’
বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সুইডেনভিত্তিক বাংলা ভাষার অনলাইন ‘নেত্র নিউজ’-এ সম্প্রতি ওবায়দুল কাদেরের হাতঘড়ি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এ প্রতিবেদনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমার যত ঘড়ি আছে, একটাও নিজের না, পয়সা দিয়ে কেনা না। ধরেন আপনি বিদেশে গেলেন, কেউ এসে আমাকে একটা ঘড়ি দিলেন, আমি নিলাম।’
পরনের দামি পোশাক সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘এগুলো আমার কেনা না। আমি পাই, হয়ত আমাকে অনেকে ভালোবাসে, আমার অনেক কর্মী আছে, তারা বিদেশে আছে, আসার সময় স্যুট নিয়ে আসে। গত পরশুও সিঙ্গাপুর থেকে একজন তিনটি কটি এনেছেন। এ রকম এখন আপনি যদি নিয়ে আসেন, আমাকে উপহার দেন, আমি কী করব! এটা গিফট আইটেম!’
এদিকে আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের আগে মন্ত্রিসভার সম্প্রসারণ বা রদবদলের সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, মন্ত্রিসভার পুনর্বিন্যাস প্রধানমন্ত্রীর এখতিয়ার।
দলীয় পদে রয়েছেন এমন কয়েকজন মন্ত্রীর ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে- এমন গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘সেটাও প্রধানমন্ত্রী বলতে পারবেন। তিনি যদি বলেন মন্ত্রিত্ব ছেড়ে দাও, ছেড়ে দেব। প্রধানমন্ত্রী সব মন্ত্রীর কাজ বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন।’
বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি চলছে- অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা যা বলেন চিকিৎসকদের বক্তব্যের সঙ্গে তার মিল নেই।