বিএনপির সবকিছুতে ভাটা পড়েছে: কাদের

kader-samakal-সমকাল-5e2716f54b5a2

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সবকিছুতে ভাটা পড়ে গেছে। তাদের আন্দোলনেও ভাটা, নির্বাচনেও ভাটা। তাদের জোয়ার আর কখনও আসবে না।

মঙ্গলবার কক্সবাজার সদরে শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দাবি করে তাদের পক্ষে এখন গণজোয়ার। জোয়ার তারা কখনও দেখেনি। আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি আর কখনও জোয়ারের দেখা পাবে না।

নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, দল ভারি করার জন্য সুবিধাবাদীদের দলে ভেড়াবেন না। দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করুন। তৃণমূল থেকে জেলা পর্যন্ত সব কমিটি করে ফেলুন। তিনি বলেন, ঘরের মধ্যে শত্রু থাকলে বাইরের শত্রু আর দরকার নেই। তাই যে কোনো মূল্যে নিজেদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘ক্ষমতার দাপট দেখাবেন না। অহংকার পতনের মূল। সুন্দর ব্যবহার দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করুন। সেটিই হবে বঙ্গবন্ধুর আদর্শ।’

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে আজ আমরা নিজেরাই সংকটে পড়েছি। কপবাজারের মানুষ আতঙ্কে রয়েছে। রোহিঙ্গাদের জন্য জায়গা করে দিয়ে স্থানীয়রা এখন পরবাসী। এ সংকটের দ্রুত সমাধান চাই। এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, মিয়ানমারের ওপর আরও চাপ তৈরি করতে হবে। যাতে তারা রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেয়। তিনি বলেন, রোহিঙ্গাদের কারণে আজ আঞ্চলিক ঝুঁকি বেড়েছে। এ সংকট নিরসনে মিয়ানমারকে বাধ্য করতে হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কপবাজারের পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা আসনের এমপি কানিজ ফাতেমা আহমদ ও জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী।

Pin It