পুরান ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: তাপস

tapos-samakal-সমকাল-5e25d97a6ba9b

‘মেয়র নির্বাচিত হলে ৯০ দিনের মধ্যে সবার মৌলিক অধিকার নিশ্চিত করবেন। প্রত্যেকের ঘরে ঘরে সেবা পৌঁছে দেবেন। পুরান ঢাকার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবেন।’

বুধবার রাজধানীর ট্যানারির মোড়ে এক পথসভায় এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

পথসভা শেষে উৎসবমুখর পরিবেশে স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন তাপস। বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এর আগে চকবাজারে কারা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ সমর্থক ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদের’ সম্মেলনে যোগ এ দেন তাপস। এরপর হাজারীবাগে ২২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। সেখানে তিনি ঢাকার সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরেন। সারা বছর বুড়িগঙ্গার পানিপ্রবাহ কীভাবে সচল রাখা যায়, তাও জানান।

Pin It