নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্টের চেষ্টা চলছে: তাপস

tapos-samakal-সমকাল-5e3046e614682

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার বিভিন্ন ধরনের চেষ্টা করা হচ্ছে। সবাইকে সজাগ থাকতে হবে, কেউ যেন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে। ১ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের মাধ্যমেই এর জবাব দিতে হবে।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগে নির্বাচনী প্রচার ও গণসংযোগ শুরুর আগে শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে, কোনোভাবে যেন এ পরিবেশ নষ্ট না হয়। কোনো সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কেউ যাতে পরিবেশ বিঘ্নিত করতে না পারে। নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অনুরোধ করব, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা যেন ব্যবস্থা গ্রহণ করে।

তাপস বলেন, সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি আছে। আমরা যেখানেই গণসংযোগ করছি, ঢাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি, ঢাকাবাসী তা সাদরে গ্রহণ করেছে। আমরা আশাবাদী ১ ফেব্রুয়ারি ঢাকাবাসী নৌকায় ভোট দিয়ে আমাকে মেয়র পদে নির্বাচিত করে তাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেবেন। নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারকাদের ভোট প্রার্থনা : অন্যদিনের মতো মঙ্গলবারও চলচ্চিত্র ও নাট্যজগতের অভিনেতা-অভিনেত্রী এবং সংগীত, চিত্রকলা ও সাহিত্যসহ শিল্প ও সংস্কৃতি অঙ্গনের তারকারা ঢাকার দুই সিটির আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নিয়েছেন। নৌকার দুই মেয়র প্রার্থীর পক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ব্যানারে ভ্রাম্যমাণ সংগীত, সংক্ষিপ্ত সমাবেশ, মিছিল ও গণসংযোগে অংশ নেন তারা।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, চিত্রনায়িকা নূতন, রোজিনা, অরুণা বিশ্বাস, চিত্রনায়ক শাকিল খান, নাট্যব্যক্তিত্ব শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, তানভিন সুইটি, শাহনূর, আজিজুল হাকিম, জিনাত হাকিম, কণ্ঠশিল্পী এস ডি রুবেল, দিনাত জাহান মুন্নি, অর্জুন শীল, বিজরী বরকতউল্লাহ, কল্লোল সারোয়ার, চিত্রপ্রযোজক আহসানউল্লাহ মনি, ছন্দা, নাহিদ হোসাইন, জয়দেব রায়, রবিউল ইসলাম রবি প্রমুখ।

গণতান্ত্রিক লীগের প্রচার :ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মঙ্গলবার হাইকোর্ট বটতলা থেকে প্রচারপত্র বিলি করেছে জাতীয় গণতান্ত্রিক লীগ। প্রচারপত্র বিলির উদ্বোধন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবুল হাশেম। উপস্থিত ছিলেন গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, বাংলাদেশ ন্যাপের সহসভাপতি স্বপন কুমার সাহা, সাংবাদিক মিজান শাজাহান প্রমুখ।

Pin It