বাংলাদেশের পতাকা ‘টানাটানি’ করে ভারতের যুবারা !

Conflict-samakal-samakal-5e412ccae2a92

পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট উপহার দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল জিতেছে বাংলাদেশ। জুনিয়র টাইগারদের তাই প্রশংসায় ভাসাচ্ছেন বিশ্ব ক্রিকেটের তারকারা। দেশিয় ক্রিকেটের তারকা মাশরাফি-মুশফিকরাও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ যুবাদের। তবে প্রশংসা ছাড়িয়ে ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটারদের হাতা-হাতির সমালোচনাও হচ্ছে।

ম্যাচ শেষে বাংলাদেশ যুব দল উল্লাস করতে মাঠে ঢুকে পড়ে। একজন দৌঁড়ে ভারতীয় এক ক্রিকেটারের সামনে লাফ দিয়ে দাঁড়ান। উত্তপ্ত বাক্য বিনিময় করের তারা। এক পর্যায়ে শুরু হয় ধাক্কা-ধাক্কি। ফুটেজে দেখা যায়, ওই ঠেলা-ঠেলির মাঝে বাংলাদেশের এক ক্রিকেটারের হাতে থাকা পতাকা কেড়ে নেয় ভারতীয় ক্রিকেটাররা।

বাংলাদেশ অধিনায়ক আকবর আলী অবশ্য ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে, ভুল যে দলেরই হোক বাংলাদেশ দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন। তবে ভারতীয় অধিনায়ক, তাদের টিম ম্যানেজমন্ট এমনকি ভারতীয় মিডিয়া বাংলাদেশ যুবা দলের সমালোচনা করছে।

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রায়াম গার্গ ম্যাচ শেষে বলেছেন, বাংলাদেশ দলের প্রতিক্রিয়া ছিল খুবই কুৎসিত। আমরা হারটা খুবই স্বাভাবিকভাবে নিয়েছিলাম। কারণ খেলায় হার-জিত থাকবে। কিন্তু ম্যাচ শেষে ওমন পরিস্থিতি ঘটা ঠিক হয়নি।’ ভারতীয় টিম ম্যানেজার অনিল প্যাটেল বলেছেন, আইসিসি তাকে জানিয়েছে তারা বিষয়টির ফুটেজ দেখে ব্যবস্থা নেবে।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ম্যাচ পয়েন্টে দিপায়ন সাক্সেনার দিকে বাংলাদেশ পেসার তানজিম সাকিবের বল থ্রো করার ব্যাপারটি তুলে ধরে লিখেছে, সাকিব এবং শরিফুল ধারাবাহিকভাবে ভারতের দুই ওপেনার জয়সাওয়াল এবং সাক্সেনাকে স্লেজিং করে গেছেন। এর মধ্যে সাকিব তার দ্বিতীয় ওভারে সাক্সেনার দিকে বল ছুড়ে মারেন। সাক্সেনা নিজেকে বাঁচাতে ডাক করেন।

তারা আরও লেখে, বাংলাদেশ ব্যাটে নামলে ভারতীয় বোলাররাও তাদের স্লেজিং করতে থাকে। তবে শোধ নিতে বাংলাদেশের দর্শকরা সীমানায় থাকা ভারতীয় ফিল্ডারদের স্লেজিং করে। খারাপ ইঙ্গিত করে কথা বলে। এটি চূড়ান্ত রূপ নেয় বাংলাদেশ বৃষ্টি আইনে ম্যাচ জেতার পর। দু’দলের ক্রিকেটাররা জড়িয়ে পড়ে অনাকাঙ্খিত ঘটনায়।

সামির নামের একজনের টুইট ধরে হিন্দুস্তান টাইমস ম্যাচের শেষটাকে ‘লজ্জাজনক’ বলে শিরোনাম করেছে। তারা ভেতরে উল্লেখ করেছে, বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম এবং সাকিব শুরু থেকে ভারতের ব্যাটসম্যানদের স্লেজিং করে গেছে। কিন্তু তারা ভারতীয় বোলারদের স্লেজিং করা। ইনজুরি নিয়ে ব্যাট করতে নামা পারভেজ ইমনের প্রতি রবি বিষ্ণুর বাজে মনোভাবের কথা উল্লেখ করেনি।

Pin It