৩টি উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা

image-131359-1581954793

ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের আসন্ন উপ-নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা-১০ শেখ রবিউল আলম, বাগেরহাট-৪ কাজী খায়রুজ্জামান শিপন এবং গাইবান্ধা-৩ আসনে অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংসদীয় কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

ধানের শীষের এই তিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নৌকার প্রার্থীরা হলেন ঢাকা-১০ আসনে শফিউল ইসলাম মহিউদ্দিন, বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম মিলন ও গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম।

আগামী ২১ মার্চ এই তিন আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে শেখ ফজলে নূর তাপসের পদত্যাগে শূন্য হয় ঢাকা-১০ আসন। আর মো. ইউনূস আলী সরকারের মৃত্যুতে গাইবান্ধা-৩ এবং মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ আসন শূন্য হয়

Pin It