নভেল করোনাভাইরাসের মহামারীর এই সময়ে বিশ্ববাজারে দাম পড়ে যাওয়ায় বাংলাদেশেও সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা করে কমিয়ে আনা হয়েছে।
দাম বৃদ্ধির এক মাসের মাথায় বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য হ্রাসের এই ঘোষণা দিয়ে বলা হয়, বৃহস্পতিবার থেকে হ্রাসকৃত মূল্য কার্যকর হবে।
এখন থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৬০ হাজার ৩৬১ টাকায় বিক্রি হবে। এখন সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এই সোনার ভরি ৬১ হাজার ৫২৮ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫৯ হাজার ১৯৫ টাকা থেকে কমে ৫৮ হাজার ২৮ টাকা এবং ১৮ ক্যারেটের সোনার দাম ৫৪ হাজার ১৭৯ টাকা থেকে কমে ৫৩ হাজার ১৩ টাকা হয়েছে।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪০ হাজার ২৪১ টাকায়, যা এতদিন ৪১ হাজার ৪০৭ টাকা ছিল।
বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বিশ্ববাজারে সোনার দাম হ্রাস পাওয়ায় বাংলাদেশেও দাম কমানো হয়েছে।
“বেশ কয়েকদিন ধরে সোনার বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। ইউকের মার্কেটে দাম হ্রাস পাওয়ার প্রবণতাই বেশি। তাই বাংলাদেশের ব্যবসায়ীরা বসে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।”