বিশ্বাসঘাতকতা করেছেন মুহিদ্দীন: মাহাথির

image-134242-1583037804

মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে রবিবার সকালে শপথ গ্রহণ করেছেন মুহিদ্দীন ইয়াসিন। তবে সদ্য পদত্যাগ করা মাহাথি মোহাম্মদের অভিযোগ, মুহিদ্দীন তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

মাহাথি বলেছেন, মুহিদ্দীন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এর পেছনে তিনি দীর্ঘসময় ধরে কাজ করেছেন এবং অবশেষে সফল হলেন।

মাহাথির আরো বলেন, আমরা এমন একজনকে দেখতে যাচ্ছি যার প্রধানমন্ত্রী হওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই। সেইসঙ্গে শিগগিরই সংসদ অধিবেশনের আহ্বান জানিয়েছেন মাহাথির।

মাহাথির বলেন, মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত ব্যক্তির অবশ্যই সংখ্যাগরিষ্ঠ সাংসদদের সমর্থন থাকতে হবে।

বিশ্বাসঘাতকতা করেছেন মুহিদ্দীন: মাহাথির রবিবার সকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মুহিদ্দীন ইয়াসিন। ছবি: সংগৃহীত

গত ২৪ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। এরপর দেশটির রাজা প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত মাহাথিরকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেছিলেন।

এরপর গতকাল রাজা নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুহিদ্দীন ইয়াসিনের নাম ঘোষণা করেন।

Pin It