করোনা ভাইরাসের কারণ বিশ্বজুড়েই এখন লকডাউন চলছে। ব্যতিক্রম নয় আফগানিস্তানও। বিশ্বের অন্যান্য দেশের মতো করোনা পরিস্থিতিতে আফগানিস্তানেও বেশ অবনতি হয়েছে। আফগানিস্তানে এখন পর্যন্ত আটশ ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও মারা গেছে ৩০ জন।
আফগানিস্তানের লাঘমান প্রদেশের কারঘাই এলাকায় একদল কিশোর করোনা সংক্রমণের ভয় না করেই ব্যাট-বল হাতে নিয়ে ক্রিকেট খেলতে নেমে পড়ে। কিন্তু সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়লো। খেলায় সময় স্থানীয় তালেবান সদস্যরা কিশোরদের ওপর গুলি চালায়। পরে কিশোরদের উদ্ধার করে আফগানিস্তান সেনা সদস্যরা হাসপাতালে নিয়ে যায়।
আফগানিস্তান সেনা সদস্যরা এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। কারঘাই এলাকায় কিশোররা ক্রিকেট খেলতে নেমেছিল। ঠিক সে সময়ই তালেবান সেনারা কিশোরদের ওপর হামলা চালায়। এ হামলায় চারজন কিশোর আহত হয়। স্থানীয় একটি হাসপাতালে আহত কিশোরদের ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে তালেবানরা এখনো কিছু জানায়নি।