দেশে নতুন করোনা রোগী ২০৯, মৃত্যু আরও ৭ জনের

doctor-samakal-5e95778335b67

দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এ আক্রান্ত আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ২০৯ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ২০৯ জন শনাক্ত হওয়ায় দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১২ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯০৫ জনের।

দেশে এই প্রথম এক দিনে শনাক্তের সংখ্যা ২০০ ছাড়াল। এর আগে সোমবার শনাক্তের সংখ্যা ছিল ১৮২ এবং মৃত্যু হয় ৫ জনের।

Pin It