বাজেটে জীবন-জীবিকা ও মানবতা উপেক্ষিত: আমির খসরু

Untitled-8-samakal-5ee23cbb72fc0

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার জানাবে বিএনপি। বিকাল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উত্তরার বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানাবেন।

তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি একেবারে উপেক্ষিত হয়েছে। এছাড়া বাজেটে যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তা দুর্নীতিকে চলমান রাখার একটা প্রয়াস বলে মনে করি।

আমীর খসরু বলেন, বাজেট বরাদ্দের বড় বড় অংশ মেগা প্রজেক্টে দেওয়া হয়েছে, যেগুলো এরই মধ্যে প্রশ্নবিদ্ধ এবং চাইলেই এগুলো উপেক্ষা করা যেত। অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়োজনই ছিল না এ বাজেটে। অথচ দেশের মানুষের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা। সেগুলোকে বঞ্চিত করে এসব প্রকল্পে টাকা বরাদ্দের মানে হল দুর্নীতির ধারা অব্যাহত রাখা।

তিনি বলেন, জিডিপি ও রাজস্ব খাতে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল।

Pin It