বিহারে ঝড়-বজ্রপাতে প্রাণ গেলো ৮৩ জনের

image-161409-1593108004

ভারতে প্রবল ঝড় ও বজ্রপাতে একদিনেই অন্তত ৮৩ জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছে দেশটির দুর্যোগ মোকাবিলা দফতর।

বৃহস্পতিবার বিহারে এই হতাহতের ঘটনা ঘটে। মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যটির ২৩টি জেলা ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলায় সবচেয়ে বেশি ১৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া দেওয়াল ভেঙে পড়ে, গাছ ভেঙে আহত হয়েছেন আরো অনেকে।

৮৩ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্যোগে বিহারের পাশে আছে বলে এক টুইটবার্তায় জানান তিনি।

এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, রাজ্য সরকার ত্রাণ ও পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে।

Pin It