ভার্চুয়াল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

khaleda-bnp-leader-meeting-250520-01

করোনাভাইরাস মহামারীকালে সার্বিক পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার রাতের এই  বৈঠকে লন্ডন থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত ২৫ মে দলীয় চেয়ারম্যান খালেদা জিয়ার উপস্থিতিতে তার বাড়িতে বৈঠকের পর এটাই ছিল স্থায়ী কমিটির প্রথম সভা।

সভায় অংশ নেওয়া বিএনপির দুজন নেতা জানান, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার যে ‘ভিত্তিহীন’ খবর কয়েকটি গণমাধ্যমে এসেছে, তা নিয়ে ক্ষোভ জানানো হয় বৈঠকে।

দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া করোনাভাইরাস মহামারীকালে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পেয়েছেন।

তিন ঘণ্টার বৈঠকে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি ও দলের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে স্থায়ী কমিটির ওই দুই সদস্য জানিয়েছেন।

তারা বলেন, সারাদেশে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দরিদ্র ও প্রান্তিক মানুষজনকে খাদ্য সামগ্রী বিতরণ ও আর্থিক সহযোগিতার জেলাওয়ারি হিসাব নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন।

Pin It