৬,৫০০ পাকিস্তানি জঙ্গি রয়েছে আফগানিস্তানে ॥ জাতিসংঘ

aHR0cHM6Ly93d3cuZGFpbHlqYW5ha2FudGhhLmNvbS9jbG91ZC11cGxvYWRzL2RlZmF1bHQvYXJ0aWNsZS1pbWFnZXMvMjAyMDA3LzE1OTU3NDI0NjdfMjIuanBn

আফগানিস্তানের মাটিতে এই মুহূর্তে ৬০০০ থেকে ৬,৫০০ পাকিস্তানি জঙ্গি রয়েছে বলে জাতিসংঘের এক রিপোর্টে দাবি করা হয়েছে। এই পাকিস্তানি জঙ্গিদের অধিকাংশই তেহরিক-ই তালিবান পাকিস্তানের সদস্য।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ওই রিপোর্টে আরও বলা হয়, এটা দু’টি দেশের জন্যই হুমকির কারণ। জাতিসংঘের অ্যানালাইটিকাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিমের এটি ২৬ তম রিপোর্ট। ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের উপর নজর রেখে এই রিপোর্ট তৈরি করা হয়। সূত্রের খবর, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ১২৬৭ মনিটরিং কমিটির জমা দেওয়া রিপোর্টে কাটাছেঁড়া করে, তার ভিত্তিতে এই রিপোর্টটি তৈরি হয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়, আফগানিস্তানের মাটিতে সব থেকে বেশি সংখ্যক যে জঙ্গিদলের উপস্থিতি রয়েছে, তারা তেহরিক-ই তালিবান পাকিস্তান। পাকিস্তানের একাধিক বড়া নাশকতার দায় নেয় এই তেহরিক-ই তালিবান পাকিস্তান । রয়েছে জামাত-উল-আহার এবং লস্কর-ই-ইসলাম।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তেহরিক-ই তালিবান পাকিস্তানের অনেক প্রাক্তন সদস্যই এখন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ত-খোরাসানে যোগ দিয়েছে। এ সংগঠনটি চাইছে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে জঙ্গি সংগঠনগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসতে।

Pin It