২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ, ভারতের বিকল্প ভাবছে আইসিসি

image-174420-1597334055

করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপটিই ২০২১ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই বিশ্বকাপ নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। করোনা পরিস্থিতি বিবেচনা করে ভারতের পাশাপাশি বিকল্প পরিকল্পনাও ভেবে রাখছে আইসিসি।

ভারতে বর্তমানে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই পরিস্থিতিতে তাই এবার আইপিএল ভারতের বাইরে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তবে যেভাবে পরিস্থিতি এগোচ্ছে তাতে আদৌ ২০২১ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব কিনা তা নিয়ে বেশ চিন্তিত আইসিসি।

করোনা ভাইরাস এর প্রভাব কম এমন জায়গা শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাবার ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আগামী বছর অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা ভারতে।

Pin It