অধিনায়ক মাশরাফির ৩ উইকেটের অপেক্ষা

Mashrafi1-samakal-5cda936e3caa8

মাইলফলকটা মাশরাফি মর্তুজা আয়ারল্যান্ডেই স্পর্শ করতে পারেন। আইরিশদের বিপক্ষে গ্রুপ পর্ব এবং উইন্ডিজের বিপক্ষে ফাইনাল মিলিয়ে দুই ম্যাচ বাকি। মাশরাফির অপেক্ষা মাত্র তিন উইকেটের। পোর্টারফিল্ডদের বিপক্ষে প্রথম ম্যাচটা মাঠে গড়ালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবারের ম্যাচে মিরাজ ক্যাচ না ফেললে হয়তো ‘অপেক্ষা’ শিরোনামও দিতে হতো না। বোলার কাম অধিনায়কের এলিট ক্লাবে নাম খেলাতেন মাশরাফি।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচ খেলে মাশরাফি নিয়েছেন ৬ উইকেট। দুই ম্যাচেই তিনটি করে উইকেট নিয়েছেন তিনি। চলে এসেছেন অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেট শততম উইকেটের কাছে। অধিনায়ক মাশরাফির উইকেট এখন ৯৭। একশ’র বেশি উইকেট আছে মাত্র তিন অধিনায়কের।

নামগুলোও বাঘা-বাঘা। পাকিস্তানকে ১০৯ ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৫৮ উইকেট ওয়াসিম আকরামের। দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার শন পোলক ৯৭ ম্যাচে থলিতে ভরেছেন ১৩৪ উইকেট। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান ১৩৯ ম্যাচে নিয়েছেন ১৩১ উইকেট। মাশরাফি ৯৭ উইকেট নিয়েছেন ৭৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে।

অধিনায়ক হিসেবে উইকেট নেওয়ার ক্ষেত্রে মাশরাফি শন পোলক-ওয়াসিম আকরামের সঙ্গে পাল্লাই দিয়েছেন। পোলক শততম উইকেট নেন ৭৪ ম্যাচ খেলে। ওয়াসিম আকরাম নেন ৬১ ম্যাচে। আর পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ৯৬ ম্যাচে নেন একশ’ উইকেট। এছাড়া ওয়ানডে ক্রিকেটে মাশরাফি ২০৭ ম্যাচে নিয়েছেন ২৬৫ উইকেট।

Pin It