অবশেষে পর্তুগালের ভিসা পেয়েছে প্রোগ্রামিংয়ের দেশসেরা টিম

programming-5c9de1c440a8b

অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় পর্তুগাল যাওয়ার ভিসা পেয়েছে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)-২০১৮ আসরে ঢাকা অঞ্চলের চ্যাম্পিয়ন দল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) টিম ‘সাস্ট ডেসিফ্রেডর’।

ফলে পর্তুগালে ইউনিভার্সিটি অব পোর্টোতে অনুষ্ঠেয় আইসিপিসি চূড়ান্ত পর্বে অংশগ্রহণে তাদের আর বাধা থাকলো না। নিশ্চিত হয়েছে

শাবির টিম ডেসিফ্রেডর এর সহকারী কোচ প্রভাষক মেহেদী হাসান নাহিদ বলেন, দলের সদস্যদের মন অনেক খারাপ ছিল। শেষ পর্যন্ত তারা সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে, এটা অনেক স্বস্তির একটা খবর।

এর আগে, গত ৪ মার্চ ভিসা আবেদন বাতিল করায় টিম ডেসিফ্রেডর এর পর্তুগাল যাত্রা অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে।

টিমের সদস্যরা জানান, গত ২২ জানুয়ারি প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র পান টিমের ১৩ জন সদস্য। বাংলাদেশে পর্তুগালের দূতাবাস না থাকায় গত ২১ ফেব্রুয়ারি ঢাকায় ফ্রান্সের দূতাবাসে সেনজেন ভিসার আবেদন করেন টিমের পাঁচজন সদস্য। আবেদনপত্রে আমন্ত্রণপত্র, হোটেল বুকিং লেটার, বিমান টিকিট বুকিংয়ের কাগজপত্রসহ প্রয়োজনীয় তথ্য জমা দেন। কিন্তু ৪ মার্চ ফরাসি দূতাবাস তাদের ভিসা আবেদন বাতিল করে।

গত বছরের ১০ নভেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের সবকটি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে বাংলাদেশে (ঢাকা অঞ্চলে) চ্যাম্পিয়ন হন শাবির সাস্ট ডেসিফ্রেডর। প্রথম রানারআপ হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দল ‘ব্লাড হাউন্ড’।

আগামী ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্টোতে অনুষ্ঠিতব্য আইসিপিসি চূড়ান্ত পর্বে বিশ্বের ১১১টি দেশের ৩১০০ বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৫৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবে।

Pin It