অমিতাভের অসুস্থতা নিয়ে নানা বিভ্রান্তি

image-169778-1595622469

শুধু বাংলাদেশেই নয়, বলিউড সেলেবদের অসুস্থতা নিয়েও নানা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয় হরহামেশাই। এবারও যেমন অমিতাভ বচ্চনের অসুস্থতাকে কেন্দ্র করে নানা ভুল তথ্য প্রচার হচ্ছে। অবশেষে অমিতাভ নিজেই তা শুধরে দিলেন টুইট করে।

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়েছেন বেশকিছু দিন হলো। সম্প্রতি তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে বেশকিছু ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করে।

সেসব খবরে বলা হয় অভিতাভ করোনা মুক্ত হয়েছেন। অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চনের টেস্ট রিপোর্ট আবারো পজেটিভ এসেছেন বলে শোনা যায়। এসব তথ্যকে মিথ্যা দাবি করেছেন ৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চন।

টুইটারে একটি পোস্ট করে অমিতাভ জানান, তিনি করোনা মুক্ত হননি। এখনো করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে চলেছেন।

উল্লেখ্য, গত ১১ জুলাই অমিতাভের করোনা ভাইরাসের টেস্ট রিপোর্ট পজেটিভ আসার পরই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিত্সা নিতে শুরু করেন অমিতাভ। এরপর তার ছেলে অভিষেকেরও রিপোর্ট পজেটিভ আসে।

পরে ১২ জুলাই পজেটিভ আসে ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চনের করোনা টেস্টের রিপোর্ট। ঐশ্বরিয়া ও আরাধ্যের অবস্থার অবনতি হলে গত ১৮ জুলাই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাদের।

Pin It