আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা, মোস্তাফিজদের খেলা যেদিন

434064538_804587908380165_431400749901950912_n

গত ২২ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল। তবে এর আগে কেবল ৭ এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছিল।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি দেওয়া হয়েছে।

এক যুগ পর আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। যা বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ। এই দলের হয়েই খেলছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ২৬ মে মাঠে গড়াবে ফাইনাল। এছাড়াও প্লে-অফের দ্বিতীয় কোয়ালিফায়ার আয়োজন করবে চিপক স্টেডিয়াম। প্লে-অফের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

বরাবরের মতো এবারও ১০টি দল ১৬টি করে ম্যাচ খেলবে। ১০ দলের হোম ভেন্যু ছাড়াও দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনম, ধর্মশালা ও গুয়াহাটিতে।

আইপিএলে চেন্নাই ম্যাচের সূচি:

তারিখ   প্রতিপক্ষ
২৬ মার্চ গুজরাট টাইটান্স
৩১ মার্চ দিল্লি ক্যাপিটালস
৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ
৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স
১৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স
১৯ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
২৩ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ
১ মে পাঞ্জাব কিংস
৫ মে পাঞ্জাব কিংস
১০ মে গুজরাট টাইটান্স
১২ মে রাজস্থান রয়্যালস
১৮ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
Pin It