আসামের এনআরসি ইস্যুতে চোখ-কান খোলা রাখছে বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

shohidul-5d99d7e101d43

ভারতের আসামের এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) দেশটির অভ্যন্তরীণ বিষয় বলা হলেও এই ইস্যুতে বাংলাদেশ চোখ কান খোলা রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এনআরসি বিষয়টি উত্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোদি জানিয়েছেন, তালিকায় প্রত্যেকের অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই এনআরসি প্রকাশ করা হয়েছে।

শনিবার দিল্লিতে এক সংবাদ এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। খবর নিউজ১৮ ডট কমের

পররাষ্ট্র সচিব বলেন, আমাদের বলা হয়েছে এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই মুহূর্তে আমাদের দুই দেশের সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে মধুর কিন্তু তারপরও আমরা এনআরসি ইস্যুতে চোখ কান খোলা রাখছি।

আসাম থেকে অবৈধ বাংলাদেশিদের বিতাড়িত করা হবে বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে কোনও সঙ্কট তৈরি করা উচিত নয়, ধৈর্য্য ধরা উচিত।

Pin It