ঈদে পোশাক শ্রমিকদের জন্য বিআরটিসির ৬০ বাস

ঈদযাত্রায় পোশাক শ্রমিকদের বহনের জন্য ৬০টি বাস বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি)।

brtc-5cf2b016ca8c9

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে পোশাক শ্রমিকদের রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহনের বিআরটিসির এসব বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। খবর বাসসের

বিআরটিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান বাবু এ তথ্য জানিয়েছেন।

মনিরুজ্জামান বাবু বলেন, ঈদের ছুটিতে গার্মন্টেস কর্মীদের দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহনের জন্য সোমবার (৩ জুন) গাজীপুর চৌরাস্তায় ৩০টি বাস প্রস্তুত থাকবে। এছাড়া রাজধানী ও এর আশপাশে অবস্থিত বিভিন্ন গার্মেন্টসের কর্মীরা ২৯টি বাস বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ইতোমধ্যেই বুকিং দিয়েছেন। সেই হিসেবে ঈদে এবারই প্রথম প্রায় ৬০টি বাস গার্মেন্টস কর্মীরা ব্যবহার করবেন।

বিআরটিসি সূত্র জানিয়েছে, রাজধানী ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় অনেক পোশাক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মীর চাহিদার কথা বিবেচনা করে বিআরটিসি এই সিদ্ধান্ত নিয়েছে।

ঘরমুখী লোকদের বিভিন্ন গন্তব্যে নিরাপদে পৌঁছাতে বিআরটিসি গত ২৭ মে থেকে ১৫ দিনব্যাপি ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করেছে।

Pin It