উত্তরা ইপিজেডে আরও ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে: বাণিজ্যমন্ত্রী

নীলফামারীর উত্তরা ইপিজেডে আরও ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Tipu_munsi-2-5d46f58c3ba09

মন্ত্রী বলেন, ‘উত্তরা ইপিজেডে দেশবন্ধু গ্রুপ বিনিয়োগ করায় এখানকার অর্থনীতি সমৃদ্ধ হবে। আরো কয়েকটি প্রতিষ্ঠান বিনিয়োগের অপেক্ষায় রয়েছে, সেগুলো উৎপাদন শুরু করলে নতুন করে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।’

রোববার দুপুরে নীলফামারীর উত্তরা ইপিজেডে ‘দেশবন্ধু টেক্সটাইল মিল লিমিটেড’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ‘উত্তরাঞ্চল এখন আর পিছিয়ে নেই। সরকার শিল্পায়নের প্রসার ঘটিয়েছে। লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রধানমন্ত্রী আরো অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন, সেগুলো বাস্তবায়ন হলে বেকার সমস্যার সমাধান হবে, অর্থনৈতিকভাবে সক্ষমতা বাড়বে।’

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা’র (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম বলেন, ‘উত্তরা ইপিজেডে ১৮টি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। আরো ৯টি প্রতিষ্ঠান বিনিয়োগের অপেক্ষায়। বর্তমানে বিনিয়োগ করা হয়েছে এক হাজার ৬১৬ কোটি টাকা।’

তিনি বলেন, ‘বর্তমানে এ প্রতিষ্ঠানে ৩৪ হাজার শ্রমিক কাজ করছেন। প্রতি বছর ৫৮৭ কোটি টাকা বেতন দেয়া হচ্ছে। আগামীতে আরো সমৃদ্ধ হবে উত্তরা ইপিজেড।’

দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, পরিচালক কিশোর কুমার, উত্তরা ইপিজেড’র মহা-ব্যবস্থাপক মোস্তাফিজ বুলু, রংপুর বিভাগীয় কর কমিশনার আহসানুল হক, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন প্রমুখ।

Pin It