উপজেলা নির্বাচনে আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

উপজেলা নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

al-5c57ee997d091

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার সকালে কেন্দুয়া উপজেলার চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থী আসাদুল হকের হাতে ফরম তুলে দিয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন।

আগামী ১০ মার্চ অনুষ্ঠেয় প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনের জন্য এই মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে।

কার্যক্রম উদ্বোধনের পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি আগামী ৮ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবে।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহীরা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন এবং ওইদিন বিকাল ৫টার মধ্যে তা জমা দিতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১০ মার্চ প্রথম পর্যায়ে ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমার শেষ দিন ও ১৯ ফেব্রুয়ারি তা প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে।

Pin It