এনআরসি নিয়ে আমাদের উদ্বেগের কিছু নেই: সেতুমন্ত্রী

image-111060-1575464840

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে আমাদের উদ্বেগের কিছু নেই। ভারতের পুশইন চেষ্টার বিষয়টি অপপ্রচার।’ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এনআরসি নিয়ে তারা বারবার বলে আসছে উদ্বিগ্ন হবার মতো কোনো ঘটনা ঘটেনি, ঘটবেও না। ভারত সরকার স্বয়ং প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, সুতরাং এ নিয়ে আমরা আর প্রশ্ন করে বিব্রত করতে চাই না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো, চমৎকার পর্যায়ে আছে। কাজেই যেকোনো সমস্যা হলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবো। বাংলাদশে-ভারত সম্পর্ক অনেক উচ্চতা। এসময়ে আমাদের মধ্যে কোনো প্রকার টানাপোড়ন নেই। যে কারণে কোনো কিছু বৈরিতার সৃষ্টি করে না।’

ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাসের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে কাদের বলেন, ‘আমাদের কিছু প্রকল্প আছে সেগুলোর কাজ এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি (ভারতীয় হাইকমশিনার)। কুমিল্লার ময়নামতি, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল- এগুলো বড় প্রকল্প। এছাড়াও ফেনী নদীর ওপর একটা সেতুও শেষ পর্যায়ে। খাগড়াছড়িতে আরো কিছু প্রকল্প আছে, এগুলো নিয়ে আলাপ হয়েছে।’

Pin It