এভারেস্টে উঠার বিশ্ব রেকর্ড গড়লেন যিনি

kami-rita-serpa-5ce42c16b74b8

নেপালের পর্বত আরোহীদের গাইড হিসেবে কাজ করেন কামি রিতা শেরপা। গেল সপ্তাহেই ২৩ বারের মতো এভারেস্টে উঠার বিশ্ব রেকর্ডের রেশ না কাটতেই মঙ্গলবার ২৪ বারের মতো এভারেস্টে উঠে নিজের রেকর্ড ছাড়িয়ে গেছেন রিতা শেরপা।

হিমালয়ান টাইমস জানায়, এর ফলে ৫০ বছর বয়সী কামি রিতা শেরপা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ২৪ বার উঠার রেকর্ড গড়ে ইহিতাসের পাতায় নাম লেখালেন। দুই দশকেরও বেশি সময় ধরে পর্বত আরোহীদের গাইড হিসেবে কাজ করেন কামি রিতা। ১৯৯৪ সালে প্রথমবার আট হাজার ৮৪৮ মিটারের (২৯ হাজার ২৯ ফুট) উচ্চতার বিশ্বের সর্বোচ্চ চূড়ায় পৌঁছান তিনি।

গত ২৫ বছরে পাঁচটি আট হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গে ৩৫ বার উঠেছেন রিতা শেরপা। এর মধ্যে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ পাকিস্তানের কেটুও আছে। তিনি গত বছর ২২ বারের মতো এভারেস্টে পৌঁছে এর আগের সর্বোচ্চ ২১ বার এ শৃঙ্গে ওঠার রেকর্ড ভাঙেন।

এর আগে দুজন শেরপা এই রেকর্ড করেছিলেন। তারা  দুজনই এখন অবসরে। গত সপ্তাহে ২৩ বার ওঠার পর বেসক্যাম্পে পৌঁছালে কামিকে দেওয়া হয় সংবর্ধনা।

Pin It