কণ্ঠশিল্পী মিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দীর্ঘদিন ধরে আদালতে সাক্ষ্য দিতে না আসায় সঙ্গীতশিল্পী মিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

mila-5d10f66dc2d20

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মো. শরিফ উদ্দিন রোববার এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, রোববার মামলার বাদী মিলার সাক্ষ্য দেওয়ার জন্য ধার্য ছিল। কিন্তু এ মামলার অভিযোগ গঠনের পর থেকে তিনি একবারও সাক্ষ্য দিতে আদালতে আসেননি। এ পর্যন্ত ছয়বার মিলা অনুপস্থিত ছিলেন। এ জন্য বিচারক সাক্ষ্য না দেওয়ার জন্য গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে এ মামলার পরবর্তী কার্যক্রম আগামী ২২ জুলাই দিন ধার্য করেন আদালত।

সাবেক স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে ২০১৭ সালে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন কণ্ঠশিল্পী মিলা। যার অভিযোগ গঠন হয় ২০১৮ সালে।

Pin It