কত হলে ‘বেপরোয়া’?

bep-5d4ff5b8371b1

প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ‘বেপরোয়া’ ছবিতে প্রথম দেখা যাবে এই জুটিকে। ঈদ উপলক্ষে সোমবার দেশের ৫২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে বলে জানালেন ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন।

‘বেপরোয়া’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। রোশান-ববি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকেই।

এই ছবি মুক্তির মাধ্যমে পর পর দুই ঈদেই মুক্তি পেলো ববির ছবি। গত ঈদে শাকিব খানের বিপরীতে নোলক ছবি মুক্তি পায় তার। এবার আসছেন বেপরোয়া নিয়ে।

‘গত ঈদে আমার ছবি নোলক মুক্তি পায়। এবার ঈদে পাচ্ছে বেপরোয়া। এ ছবিতে আমরা নতুন জুটি হলেও দারুন একটি একটি গল্প আছে। সেই সঙ্গে মারকাটারি ছবি এটি। দর্শকরা এমন ছবিই উৎসবে দেখতে চান। ছবিটি দেখতে এসে দর্শকরা নিরাশ হবে না এটা জোর দিয়ে বলতে পারি।’ বললেন বিজলী ছবির নায়িকা ববি।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয় প্রথমে  ৪০-৪৫টি হলে মুক্তি দেয়ার কথা থাকলেও পরে  হল মালিকদের আগ্রহের কারণে হল বাড়ানো হয়েছে। মোট ৫২টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে বেপরোয়া।

যেসব হলে মুক্তি পাবে ‘বেপরোয়া’

ঢাকার স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস, অভিসার, শাহিন, মতিমহল। জয়দেবপুরের বর্ষা, নারায়ণগঞ্জের গুলশান ও লাভলী, ছায়াবানী- ময়মনসিংহ  সিলভার স্ক্রীন- চট্টগ্রাম, সঙ্গীতা- খুলনা, মমো ইন- বগুড়া, চিত্রালী- খুলনা, মমতাজ-সিরাজগঞ্জ, সাগরিকা সিনেমা – চালা,   মালঞ্চ- টাঙ্গাইল, অবসর- ভোলা,  পূর্বাশা- শান্তাহার, তিতাস- পটুয়াখালী,  রুমা- মুক্তাগাছা,  রুমা- শরিয়তপুর, শিকতা- ধুনট, কল্লোল- মধুপুর, রাজিয়া, আনন্দ- কুলিয়ারচর, অন্তরা- মেলান্দহ, মনিকা- শায়েস্তাগঞ্জ, মৌসুমী- পাকুন্দিয়া, তুলি-  নাভারন, রাধানাথ- শ্রীমঙ্গল, রিয়া- জারিয়া,  টকিজ- আলমডাঙ্গা, অনামিকা- পিরোজপুর, আনন্দ- তানোর, আয়না- আক্কেলপুর, বাবু টকিজ- কিশোরগঞ্জ,  বৈশাখী- নড়িয়া,  ছন্দা- কালিগঞ্জ, দিনান্ত- কেশরহাট নওগাঁ , জনতা- জলঢাকা, লাইটহাউজ- পারুলিয়া,  মমতাজ মহল-  নীলফামারী, নসিব- সাপাহার, রাজু- ইশ্বরদী রংধনু- নাজিপুর, রুপালী- পাঁচবিবি, শাহিন- বল্লাবাজার, সখি- হোসেনপুর, সোনালী- ঘোড়াঘাট, মৌসুমী- ইসলামপুর, উল্লাস- বীরগঞ্জ সত্যবতী -শেরপুর।

Pin It