‘কিউইদের সম্পর্কে দলের স্পষ্ট ধারণা আছে’

Rhodes-samakal-5cf6ba93b40a8

ঈদ এবং ওভালে টাইগারদের অনুশীলনের সময়ের সমন্বয়টা ভালোই হয়েছিল। অন্য দিন সকাল কিংবা দুপুর নাগাদ অনুশীলন করেছে বাংলাদেশ দল। তেমনটা মঙ্গলবারও হলে, ঈদের নামাজ সেরেই মাঠে নেমে পড়তে হতো মাশরাফিদের। কিন্তু এদিনের অনুশীলন ছিল স্থানীয় সময় ছয়টায়। কারণ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ম্যাচ দিবা-রাত্রির। ফ্লাডলাইনের আলোয় তাই মানিয়ে নেওয়ার দরকার ছিল।

কিন্তু বৃষ্টির কারণে অনুশীলন হয়নি বাংলাদেশ দলের। তাই বলে ঈদের দিন ভেবে একেবারে গা ছাড়াভাবে দিন পার করেননি টাইগাররা। হোটেলেই ঝরিয়েছেন ঘাম। ইংল্যান্ডের শীতের সঙ্গে বৃষ্টি; শরীর তো সচল রাখা চাই। যে যার মতো করে তাই জিম করেছেন। প্রথম ম্যাচে জয়ের পর দল মানসিকভাবেও ভালো অবস্থায় আছে।

কিউইদের বিপক্ষে তাই বুধবার চনমনে এক বাংলাদেশ দলই মাঠে নামছে। সঙ্গে উইকেট-কন্ডিশন এবং নিউজিল্যান্ড দলের গভীরতা বুঝে মাশরাফিরা সাজিয়ে নিয়েছেন পরিকল্পনা। সংবাদ সম্মেলনে স্টিভ রোডস তেমনটাই জানিয়েছেন, ‘নিউজিল্যান্ড বোলাররা সাধারণত শুরুতে আক্রমণাত্মক বোলিং করে। তারা শুরুতেই কিছু উইকেট তুলে নিতে চায়। আমাদের এই জায়গায় সতর্ক থাকতে হবে। শুরুতে তাদের উইকেট দেওয়া যাবে না।’

আনুষ্ঠানিক অনুশীলনটা হলে দলের জন্য ভালো হতো- টাইগারদের এই কোচ তেমনই মনে করছেন। তবে অনুশীলন না হওয়ায় কোন খেদ নেই তার। বাংলাদেশ দল আত্মবিশ্বাসী আছে। বৃষ্টিতে অনুশীলন সেশন ভেসে যাওয়ায় তিনি তাই চিন্তিত নন। কারণ বোল্ট-সাউদি সম্পর্কে দলের ধারণা আছে, ‘আমরা ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর করেছি। তাদের দল সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আছে। আমরা সেভাবেই পরিকল্পনা সাজিয়ে তাদের বিপক্ষে খেলবো।’

বাংলাদেশ দল আয়ারল্যান্ডে ভালো ক্রিকেট খেলে ইংল্যান্ডে এসেছে। সেটাও দলকে ভালো খেলতে সহায়তা করবে বলে মত বাংলাদেশ জাতীয় দলের কোচের। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার ত্রিদেশীয় সিরিজ জয়ের জন্য নয় বরং কন্ডিশনের জন্য, ‘আমরা আয়ারল্যান্ডে ভালো ক্রিকেট খেলেছি। সেখানকার কন্ডিশনও ইংল্যান্ডের মতো। ভালো খেলতে যা আমাদের সহায়তা করবে।’

Pin It