কোরবানির পশুর হাট নিয়ে নৈরাজ্য

Untitled-19-5d4b2b59067bb-5d4b4a219cf51

উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিম অংশ এবং ২ নম্বর ব্রিজের পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের দু’পাশের ফাঁকা জায়গায় কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কিন্তু ইজারাদার সিটি করপোরেশনের নির্দেশনা মানছেন না। আশপাশের আরও অনেক জায়গাজুড়ে হাট বসিয়েছেন ইজারাদার নূর হোসেন। ফলে এলাকাবাসীর চলাচলে তৈরি হচ্ছে তীব্র ভোগান্তি। স্থানীয়রা বলছেন, আনুষ্ঠানিকভাবে হাট বসার আগেই এমন নাজুক অবস্থা তৈরি হয়েছে। সিটি করপোরেশন নজর না দিলে ঈদের আগের দিনগুলোতে অবস্থা ভয়াবহ আকার ধারণ করবে।

শুধু এই হাটটিই নয়, ঢাকার দুই সিটি করপোরেশনে যে ২১টি স্থানে কোরবানির অস্থায়ী পশুহাট বসছে তার সবগুলোর ক্ষেত্রেই এমন অবস্থা।

ইজারাদাররা সিটি করপোরেশনের দেওয়া ইজারার কোনো শর্তই মানছেন না। আজ বৃহস্পতিবার থেকে হাট শুরুর কথা থাকলেও কার্যত গত শুক্রবার থেকেই হাট শুরু হয়ে যায়। পশুর আমদানিও প্রচুর। অথচ ঈদের চার দিন আগে থেকে হাট শুরু করার কথা ইজারাদারদের। তার দু’দিন আগে থেকে হাটের অবকাঠামো তৈরির কথা। সে নিয়মও কোনো ইজারাদার মানেননি। যে সীমার মধ্যে পশুগুলো রাখার কথা, সেটা একেবারেই অনুসরণ করা হয় না। হাটে যেসব সুবিধা নিশ্চিত করার কথা, ইজারাদাররা সেটাও করেন না। স্থানীয় বাসিন্দাদের সুবিধা-অসুবিধার কথা চিন্তা না করে ইজারাদাররা শুধু তাদের লাভের দিকটাই বেশি নজর দেন। সিটি করপোরেশনও এ বিষয়ে বরাবরই নীরব ভূমিকা পালন করে। দেখেও না দেখার ভান করে তারা। ফলে প্রতিটি ঈদুল আজহার আগের দিনগুলোতে বৈধ-অবৈধ পশুহাটে সয়লাব হয়ে যায় পুরো নগরী। নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।

সরেজমিন উত্তরার ১৫ নম্বর সেক্টর হাটে গিয়ে দেখা যায়, নির্ধারিত এলাকার প্রায় দ্বিগুণ জায়গাজুড়ে আয়োজন করা হয়েছে পশুহাটের। নির্ধারিত সীমানার আশপাশের রাস্তা-ফুটপাত দখল করে পশু রাখা হয়েছে। ফলে এসব পথ দিয়ে চলাচলেরও কোনো উপায় নেই। কাগজে-কলমে এটির ইজারা নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেন। কিন্তু কার্যত হাটটি নিয়ন্ত্রণ করেন শফিকুল ইসলাম ওরফে গোল্ডেন শফিক। ডিএনসিসির গত উপনির্বাচনে ৪৪ নম্বর ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকায় স্থানীয় লোকজন তাকে গোল্ডেন শফিক নামেই চেনেন। তিনি বলেন, ‘গত ২০ বছর ধরে আমিই হাটটির ইজারা নিয়ে আসছি। এবার এক ভাইকে দিয়েছি। তবে হাটের সীমানা লঙ্ঘন করা হয়নি। হাটে আরও পশু উঠবে। হাট আরও জমে উঠবে। তখন হয়তো সীমানার বাইরে যেতে পারে।’

প্রায় একই চিত্র দেখা গেছে গাবতলীর স্থায়ী পশুহাটে। এটি স্থায়ী পশুহাট হলেও ইজারা দেওয়ার সময় সিটি করপোরেশন হাটের চৌহদ্দি নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু সেই চৌহদ্দিতে হাট আর সীমাবদ্ধ নেই। আমিনবাজার ব্রিজ থেকে শুরু করে দক্ষিণে ওয়াটার বাসের ল্যান্ডিং স্টেশন পর্যন্ত পুরোটাই এখন হাটে পরিণত হয়েছে। হাটের আশপাশে থাকা কিছু ইটের ইজারাদারও এখন হাটের ভেতরে ঢুকে পড়েছেন। ইট সরিয়ে সেখানে পশু রাখার জায়গা করা হয়েছে। অন্তত নির্ধারিত সীমানার ৩০ গুণ বেশি জায়গা এখন হাটের পরিধি।

হাট পরিচালনা কমিটির সদস্য সানোয়ার হোসেন অবশ্য বলেন, ‘আমরা নির্ধারিত সীমানার মধ্যেই হাট বসাই। কোরবানি এলে আশপাশেও কিছু পশু রাখা হয়। এতে আমাদের কিছু করণীয় নেই।’

সিটি করপোরেশনের নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট থেকে হাট ও ৬ আগস্ট থেকে হাটের প্রস্তুতি নেওয়ার কথা। এর কোনো নিয়মই মানেননি হাট ইজারাদাররা। নির্ধারিত সময়ের অনেক আগেই বাঁশের খুঁটি লাগিয়ে হাটের জানান দিয়েছেন।

আগামী ১২ আগস্ট সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী, ঈদের দিনসহ আগের চার দিন রাজধানীর অস্থায়ী কোরবানির পশুর হাট বসানো যাবে। সে হিসাবে ৮ আগস্ট থেকে কোরবানির পশুর অস্থায়ী হাট শুরু হওয়ার কথা। কিন্তু ইজারাদাররা ৭ আগস্ট থেকেই পশুহাট বসানোর দাবি আদায় করেছেন। নিয়ম অনুযায়ী সিটি করপোরেশন নির্ধারিত স্থানের বাইরে হাট বসানো যাবে না। এ ছাড়া জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে, এমন কোনো স্থান, আবাসিক এলাকা, বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ এসব স্থানের আশপাশে হাট বসানো যাবে না। সিটি করপোরেশনও এসব স্থানে হাট বসতে অনুমোদন দেয় না। এসবের কোনো কিছুই মানছেন না ইজারাদাররা। এতে নগরীতে বাড়ছে যানজট। গতকাল সকালে মেরাদিয়া হাটে গিয়ে দেখা গেছে, হাটটি মেরাদিয়া বাজার থেকে শুরু করে দক্ষিণ বনশ্রী এলাকার বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়েছে। মেরাদিয়া হাট থেকে কাজীবাড়ী পর্যন্ত সড়কের দু’পাশেই সারিবদ্ধভাবে রাখা হয়েছে গরু-ছাগল। সড়কটিতে আবাসিক এলাকার ২০টির মতো সংযোগ সড়ক রয়েছে। প্রতিটি সড়কেই বসানো হয়েছে হাট। কিছু এলাকায় পশু রাখার জন্য বাঁশ ও খুঁটি লাগানো হয়েছে। এতে আশপাশের বাসাবাড়ি, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে বিঘ্ন ঘটছে।

বনশ্রীর ১৬ নম্বর সড়কের বাসিন্দা মাঈনুল ইসলাম বলেন, ‘বাসার নিচে হাট বসানো হয়েছে। গরুর গোবর-মূত্রের কারণে গন্ধ ছড়াচ্ছে। বাচ্চারা স্কুলে যেতে পারে না, ভয় পায়। ইজারাদারের লোকজনকে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। বরং তারা উল্টো বাড়ির মালিকদের ধমক দিচ্ছেন।’

হাটের ইজারাদার মো. শাহ আলম বলেন, ‘ওখানে আমার দেড় একর জমি আছে। সেখানে পশু রেখেছি। সিটি করপোরেশনের জায়গায়ও রাখিনি। দেশের বিভিন্ন স্থান থেকে পশু আসছে। সেগুলো রাখব কোথায়? হাটে গরু না এলে হাট হবে কীভাবে?’

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘বিষয়টি আমার নজরে আসেনি। তবে যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই জনসাধারণের চলার পথ, বাসাবাড়ি, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্যের ক্ষতি হয়, এমন স্থানে হাট বসানো যাবে না। যদি কেউ এমন কাজ করে, তাহলে হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’

একই অবস্থা দেখা গেছে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক্যাল মাঠে। মাঠটির পুরোটাই ভরাট হয়ে গেছে গরুতে। স্থানীয়রা ধারণা করছেন, একদিন পর এই অবস্থাও থাকবে না। এতে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট। এ বিষয়ে জানতে চাইলে হাট ইজারাদার জালাল উদ্দিন কোনো কথা বলতে রাজি হননি।

একই অবস্থা আফতাবনগর, উত্তর শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট সংলগ্ন মৈত্রীসংঘের মাঠের হাট, পোস্তগোলা শ্মশানঘাটের পাশের হাট, শ্যামপুর বালুর মাঠের হাট, দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গার হাট ও ধূপখোলার ইস্ট অ্যান্ড ক্লাব মাঠের পাশের খালি জায়গা, বছিলা হাটসহ প্রায় সবগুলোরই।

এদিকে গোলাপবাগ মাঠ ইজারা দেওয়া না হলেও সেখানকার কয়েক বিঘা জায়গায় স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা হাট বসানোর উদ্যোগ নেন। গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অভিযান চালিয়ে হাটের অবকাঠামো গুঁড়িয়ে দেয়। ঈদ সামনে রেখে সেখানে আবারও হাট বসানোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে কিছু পশুও জড়ো করা হয়েছে। পান্থপথে স্কয়ার হাসপাতালের বিপরীতে কনকর্ড টাওয়ারের পাশের রাস্তায় পশুর হাট বসিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সালাহউদ্দিন ঢালী ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির হোসেন। এলাকাবাসী সিটি করপোরেশনে অভিযোগ জানিয়েও সেখান থেকে হাট বন্ধ করতে পারেননি। অথচ সেখানে হাট ইজারাও দেয়নি সিটি করপোরেশন। হাটের কারণে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, ‘হাটটির কারণে ওই পথে চলাফেরার মতো অবস্থা নেই। গবাদিপশুর বর্জ্যে বিশ্রী অবস্থা তৈরি হয়েছে। এ বিষয়ে সালাহউদ্দিন ঢালীর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে মনির হোসেন বলেন, ‘গতবার আমি হজ করেছি। তার আগে হাট বসাতাম। এখন আর হাটের সঙ্গে নেই।’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা নাজমুল ইসলাম শামীম বলেন, ‘এসব বিষয় আমার কানে আসেনি। আইন ভঙ্গ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

Pin It