খুনি ও অর্থ পাচারকারীদের ক্ষমা নাই : প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনি ও অর্থ পাচারকারীদের ক্ষমা নেই। তাদের অবশ্যই শাস্তি হবে।

pm-5cd44cf2691f5

বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় বিকেলে তাজ হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচার করেছি। খুনি ও অর্থপাচারকারীরা যেখানেই লুকিয়ে থাকুক, যত টাকাই খরচ করুক, তাদের কোনো ক্ষমা নেই এবং জাতি তাদের ক্ষমা করবে না।’

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আদালত খুনি ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে রায় দিয়েছে। আমরা এই রায় কার্যকরের পদক্ষেপ নেব। তারা যত স্লোগানই দিক, যত তিরস্কারই করুক, তাদের অবশ্যই শাস্তি হবে।’

বিএনপি প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। আসলে যাদের জন্মই মিথ্যা দিয়ে, তারা তো এমনটিই করবে।’

এ সময় তিনি ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা ও দলের সহযোগী সংগঠনগুলো এ মতবিনিময় সভার আয়োজন করে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ এতে সভাপতিত্ব করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মঞ্চে উপবিষ্ট ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন।

Pin It