গণতন্ত্র আজ হুমকির মুখে: জাতিসংঘ মহাসচিব

1694777308.Guteres

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর)। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিবৃতিতে গণতন্ত্র আজ হুমকির মুখে রয়েছে মন্তব্য করে জাতিসংঘ মহাসচিব বলেন, মানুষের অধিকার চর্চার জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে। গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি সম্মান হলো স্থিতিস্থাপক, অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ সমাজের ভিত্তি।

এবারের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য ‘পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন’।

জাতিসংঘের মহাসচিব বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার যে প্রতিশ্রুতি, তা আমরা এ দিবসে উদযাপন করছি। একই সঙ্গে বর্তমানের অস্থির ও উত্তেজনাপূর্ণ সময়ে গণতন্ত্র যে হুমকির মুখোমুখি, তা স্বীকারও করে নিচ্ছি।

গুতেরেস বলেন, মিথ্যা ও অপতথ্য মানুষকে বিভ্রান্ত করছে, সমাজকে মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানগুলোর প্রতি যে আস্থা, সেটিও নষ্ট করে দিচ্ছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, বর্তমান সময়ে এবং ভবিষ্যতে গণতন্ত্রের সুরক্ষার ক্ষেত্রে শিশু ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। এ জন্য শিক্ষা, দক্ষতা ও জীবনের জন্য প্রয়োজনীয় শিখনে বিপুল বিনিয়োগ করে এই তরুণ ও শিশুদের সহযোগিতা করতে হবে।

Pin It