গণতন্ত্র সূচকে ৮ ধাপ এগোল বাংলাদেশ

EIU-Index-samakal-সমকাল-5e28576299723

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গণতন্ত্র সূচক ২০১৯-এ বাংলাদেশের আট ধাপ অগ্রগতি হয়েছে।

ইকোনমিস্ট গ্রুপের গবেষণা ও বিশ্লেষণ বিভাগ ইআইইউ’র সর্বশেষ সূচকে ৫ দশমিক ৮৮ পয়েন্ট নিয়ে ৮০তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ।

২০১৮ সালের ইআইইউ গণতন্ত্র সূচকে ৫ দশমিক ৫৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮তম।

সূচকে বাংলাদেশের অগ্রগতি হলেও এ বছর সার্বিকভাবে বৈশ্বিক গণতন্ত্র সূচকের স্কোর কমেছে। ২০১৮ সালে বৈশ্বিক গণতন্ত্র সূচকের স্কোর ছিল ৫ দশমিক ৪৮, যা ২০১৯ সালে কমে হয়েছে ৫ দশমিক ৪৪।

ইআইইউ বলছে, ২০০৬ সাল থেকে এই সূচক প্রকাশের পর থেকে বৈশ্বিকভাবে এটাই সবচেয়ে খারাপ স্কোর।

১৬৭টি দেশকে নিয়ে করা গণতন্ত্র সূচকে ২০১৯ সালে ৯ দশমিক ৮৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে নরওয়ে। অন্যদিকে ১ দশমিক শূন্য ৮ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে জায়গা পেয়েছে উত্তর কোরিয়া।

Pin It