গণভবনে চা চক্রে যাচ্ছে বিকল্পধারা

e-5c5064d842ee1

বিকল্পধারা বাংলাদেশর প্রেসিডেন্ট এবং যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল গণভবনে যাচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি।

ওইদিন প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং চা চক্রে অংশগ্রহণ করবে।

সোমবার বি. চৌধুরী এবং বিকল্পধারা ও যুক্তফ্রন্টের নেতাদের নামে আলাদা আলাদাভাবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পাঠানো হয় বলে মঙ্গলবার বিকল্পধারার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়।

এতে বলা হয়, আগামী ২ ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে তিনটায় তারা ২১ সদস্য যাবেন।

বি. চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, আব্দুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, এইচ.এম গোলাম রেজা, বিকল্পধারার সহ-সভাপতি মাহবুব আলী, মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ।

Pin It