গণহত্যার অভিযোগ প্রকাশ্যে স্বীকার করতে সু চির প্রতি ৭ নোবেলজয়ীর আহ্বান

image-112868-1575993541

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যাসহ নৃশংস অপরাধ প্রকাশ্যে স্বীকার করে নিতে মিয়ানমারের কার্যত সরকার প্রধান সু চির প্রতি আহ্বান জানিয়েছেন সাতজন নোবেল পুরস্কার বিজয়ী। তারা হলেন, ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইরানের শিরিন এবাদি, ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী লাইবেরিয়ার লিমাহ গোউই, ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইয়েমেনের তাওয়াক্কাল কারমান, ১৯৭৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নেদারল্যান্ডের মেইরিড ম্যাগুয়ার, ১৯৯২ সালে নোবেল পুরস্কার বিজয়ী গুয়েতেমালার রিগোবার্তা মেনচু তুম, ১৯৯৭ সালে শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী জোডি উইলিয়ামস এবং ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় কৈলাশ সত্যার্থী।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সাত নোবেল পুরস্কার বিজয়ী এক বিবৃতিতে বলেছেন, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সু চির প্রতি আমাদের আহবান রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো গণহত্যাসহ সব অপরাধ প্রকাশ্যে স্বীকার করুন। যে অপরাধ ঘটানো হয়েছে তার জন্য সেনা কমান্ডারসহ অং সান সু চিকে অবশ্যই ফৌজদারি অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।

তারা আরো বলেছেন, শান্তির পক্ষের মানুষ হিসেবে আমরা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো পর্যায়ক্রমিক বৈষম্য বন্ধে সু চির প্রতি আহবান জানাচ্ছি। একইসঙ্গে রোহিঙ্গাদের নাগরিকত্বের অধিকার, ভূমির মালিকানার অধিকার, মুক্তভাবে চলাচলের অধিকার ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার আহবান জানিয়েছেন তারা।

নোবেল বিজয়ীরা রোহিঙ্গাদের প্রতি সু চির ব্যক্তিগত ও নৈতিক দায়িত্ব পালনের অনুরোধ করেছেন। একই সঙ্গে তার নজরদারির অধীনে গণহত্যার বিষয়টি স্বীকার করতে এবং এর নিন্দা জানাতে অনুরোধ করছেন।

Pin It